সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

TENSE PART-2

                           Present Tense
                          


                         Que:  Present Tense বা বর্তমান কাল বলতে কি বুঝায় ?

Present Tense : বর্তমানে কোন কাজ হয় বা হইতেছে এরূপ বুঝালে Verb এর Present Tense হয়
যেমন :
1. I eat rice-
আমি ভাত খাই
2.Tania goes to School-
তানিয়া স্কুলে যায়
3.Robin is playing in the field with his friends-
রবিন তার বন্ধুদের সাথে মাঠে খেলিতেছে
Present Tense এর প্রকারভেদ : Present Tense চার প্রকার
 
যেমন :
1.Present Indefinite
2Present Continuous
3.Present Perfect
4.Present perfect Continuous.
Present Indefinite Tense : বর্তমান কালের সাধারন ঘটনা, কাহারো অভ্যাসগত কাজ চিরন্তন সত্য বুঝালে Verb এর Present Indefinite Tense হয়
 
যেমন :
1.
আমি স্কুলে যাই - I go to School.
2.
লাবলু ভাত খায় - Lablu eats rice.
3.
তানিয়া বই পড়ে - Tania reads a book.
4.
মিনা প্রতিদিন স্কুলে যায় - Mina goes to school everyday.
5.
রহমান সাহেব সদা সত্য কথা বলেন - Mr Rahman always speaks the truth.
6.
রীনা প্রতিদিন রাত নয়টায় ঘুমাতে যায় - Rina goes to bed at 9pm everyday.
7.
সূর্য পূর্ব দিকে উদিত হয় - The Sun rises in the east.
8.
পৃথিবী গোলাকার - The Earth is round.
 Sentence গঠন করার নিয়ম  
 গঠন : Subject+ মূল Verb + object +Extension.

গঠন প্রনালী : এক্ষেত্রে Verb এর মূল রূপ বসে কোন সাহায্যকারী Verbবসেনা , কেবলমাত্র Subject Third person singular number হলে Verb এর শেষে s বা es যোগ হয়

৩টি মন্তব্য:

ADVERB & CONJUNCTION

              ADVERB & CONJUNCTION Adverb কাকে বলে ? Adverb কত প্রকার ও কি কি ? Adverb ( ক্রিয়া বিশেষন ) :   যে ...