বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

ADVERB & CONJUNCTION

             ADVERB & CONJUNCTION


Adverb কাকে বলে ? Adverb কত প্রকার কি কি ?


Adverb ( ক্রিয়া বিশেষন ) : যে Word কোন Verb, Adjective বা অন্য কোন Adverb কে modify করে তাকে Adverb বলে যেমন :

She writes rapidly - সে দ্রুত লেখে
You are very happy - তুমি খুব সুখী
The baby cries loudly - শিশুটি উচ্চস্বরে কাঁদে

Adverb এর প্রারভেদ : Adverb প্রধানত চার প্রকার
যথা :

Simple Adverb : ( সাধারণ ক্রিয়া বিশেষন )
Interrogative Adverb (প্রশ্নবোধক ক্রিয়া বিশেষন )
Relative Adverb ( সংযোজক ক্রিয়া বিশেষন )
Conjunctive Adverb (সংযোজক ক্রিয়া বিশেষন )




Conjunction কাকে বলে ? Conjunction কত প্রকার কি কি ?


Conjunction ( সংযোজন অব্যয় ) : যে Word দুটি শব্দ, বাক্য বা বাক্যংশকে যুক্ত করে তাকে Conjunction বলে
যেমন :

Mr Jamal is poor but honest.
Rasel and Radi are two brothers.
Asma and Alima are two sisters.
I shall wait here until you come back.
Do or die.
Rana or Rony is guilty.

Note : এখানে but. and, until এবং or হলConjunction. এগুলো দুটি বাক্য এবং বাক্যাংশকে যুক্ত করেছে

Conjunction এর প্রকারভেদ : Conjunction তিন প্রকার

Coordinating Conjunction.
Subordinating Conjunction.
Correlative Conjunction.

সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭

VERB

                                           VERB (ক্রিয়া)


Verb কাকে বলে ? Verb কত প্রকার কি কি ?

Verb (ক্রিয়া) : যে Word দ্বারা কোন কাজ করা বুঝায় তাকে Verb বা ক্রিয়া বলে ।যমনgo, eat, do, read, work, drink, write ইত্যাদি

Verb এর প্রকারভেদ : Verb প্রধানত দুই প্রকার
Principle Verb ( প্রধান ক্রিয়া )
Auxiliary Verb ( সাহায্যকারী ক্রিয়া )

Principle Verb ( প্রধান ক্রিয়া ) : যে Verb অন্য কোন Verb এর সাহায্য ছাড়া স্বাধীনভাবে সম্পূর্ন অর্থ প্রকাশ করে তাকে Principle Verb বলে
যেমন :1. Rasel goes to school. 2. Radi reads a book. 3. They play football. 4. Mohima wrote a letter. এই Sentence গুলোতে যথাক্রমে go, read, play wrote অন্য কোন Verb এর সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে তাই এগুলোকে Principle Verb বলে

Auxiliary Verb ( সাহায্যকারী ক্রিয়া ) : যে সকলVerb এর নিজস্ব কোন অর্থ নেই এবং বিভিন্ন ধরনেরSentence গঠনে Principle Verb কে সাহায্য করে তাকে Auxiliary Verb বলে
যেমন : 1.Rasel is going to school. 2. Radi was reading a book. 3. They were playing. এই তিনটি Sentence  is, was, were যথাক্রমে going, reading playing এই Principle 

ADJETIVE

                                ADJECTIVE ( বিশেষণ )

Adjective কাকে বলে ? Adjective কত প্রকার কি কি ?

Adjective ( বিশেষণ ) : যে Word দ্বারা Noun বাPronoun এর দোষ, গুণ, অবস্থা, পরিমান সংখ্যা বুঝায় তাকে Adjective বলে
যেমন : 1. She is a beautiful girl. 2. My Shirt is green. 3. You have three pens. 4. Belal is ill .

Adjective এর প্রকারভেদ : Adjective চার প্রকার যথা :

Adjective of quality ( গুনবাচক বিশেষণ )
Adjective of quantity ( পরিমাণ বাচক বিশেষণ )
Adjective of number ( সংখ্যা বাচক বিশেষণ )
Pronominal Adjective ( সম্বন্ধ বাচক বিশেষণ )

Adjective of quality ( গুনবাচক বিশেষণ ) : যে সকল Adjective কোন ব্যক্তি বা বস্তুুর দোষ, গুণ অবস্থা প্রকাশ করে তাকে Adjective of quality বলে
যেমন : beautiful, bad, good, ill ইত্যাদি

Adjective of quantity ( পরিমাণ বাচক বিশেষণ ) :যে Adjective দ্বারা কোন বস্তুুর পরিাণ বুঝায় তাকেAdjective of quantity বলে
যেমন : some, little, many, much, enough ইত্যাদি

Adjective of number ( সংখ্যা বাচক বিশেষণ ) :যে Adjective দ্বারা কোন ব্যক্তি বা বস্তুুর সংখ্যা বুঝায় তাকে Adjective of number বলে
যেমন : Two, Three, Ten, nine ইত্যাদি।

Pronominal Adjective ( সম্বন্ধ বাচক বিশেষণ ) :যে Adjective কোন Noun এর পূর্বে বসে  Nounএর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে Pronominal Adjective বলে
যেমন : 1. This is my pen. 2. That is her book. 3. This is your pencil. এখানে my, her yourযথাক্রমে Noun pen, book pencil এর পূর্বে বসে এদের সাথে সম্পর্ক স্থাপন করেছ , এগুলো হলPronominal Adjective.


রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

PRONOUN

                                                  PRONOUN

Pronoun কাকে বলে ? Pronoun কত প্রকার কি কি ?


Pronoun ( সর্বনাম ) : Noun এর পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় তাকে Pronoun বলে
যেমন : He, She. It, They, We, you ইত্যাদি

 Pronoun এর প্রকারভেদ : ইংরেজীতে Pronounগুলোকে নয় ভাগে ভাগ করা হয়েছে

1)    Personal Pronoun ( ব্যক্তিবাচক সর্বনাম )
2)    Possessive Pronoun ( অধিকারসূচক সর্বনাম )
3)    Demonstrative Pronoun ( নির্দেশক সর্বনাম )
4)    Relative Pronoun ( সম্বন্ধবাচক সর্বনাম )
5)    Reflexive Pronoun ( আত্মবাচক সর্বনাম )
6)    Interrogative Pronoun (প্রশ্নবোধক সর্বনাম )
7)    Distributive Pronoun (বন্টন নির্দেশ
8)    Indefinite Pronoun ( অনিদিষ্টবাচক সর্বনাম )
9)    Reciprocal Pronoun ( পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম )

Personal Pronoun ( ব্যক্তিবাচক সর্বনাম ) : যেPronoun কোন ব্যক্তি বা বস্তুুর পরিবর্তে বসে তাকেPersonal Pronoun বলে
যেমন : I, We, Us, He, She, You, They, Our, Them ইত্যাদি



Possessive Pronoun ( অধিকারসূচক সর্বনাম ) : যেPronoun কোন ব্যক্তি, বস্তুু বা প্রাণীর অধিকার বুঝায় তাকে Possessive Pronoun বলে
যেমন : my, our, your, their, Yours, its, his, her, hers ইত্যাদি

Demonstrative Pronoun ( নির্দেশক সর্বনাম ) : যেPronoun কোন ব্যক্তি বা বস্তুুকে নির্দেশ করে তাকেDemonstrative Pronoun বলে
যেমন : This, That, These, Those ইত্যাদি

Relative Pronoun ( সম্বন্ধবাচক সর্বনাম ) :যেPronoun পূর্বে ব্যবহৃত কোন Noun বা Pronoun এর পরিবর্তে বসে তাকে Relative Pronoun বলে।
যেমন: The man who came here yesterday.এখানে পূর্বে ব্যবহৃত Noun "The man" এর পরিবর্তেwho বসেছে , তাই who হল Relative Pronoun.

Reflexive Pronoun ( সম্বন্ধবাচক সর্বনাম ) : যেPronoun বাক্যের Subject কে বুঝাতে ব্যবহৃত হয় তাকে Reflexive Pronoun বলে
যেমন : myself, himself, themselves, yourself, herself ইত্যাদি

Interrogative Pronoun (প্রশ্নবোধক সর্বনাম ) : যেPronoun দ্বারা কোন প্রশ্ন করা বুঝায় তাকেInterrogative Pronoun বলে
যেমন : What, Who, Whom, Which ইত্যাদি।

Distributive Pronoun (বন্টন নির্দেশক সর্বনাম ) :যে Pronoun দ্বারা দুই বা ততোদিক ব্যক্তি বা বস্তুুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে নির্দেশ করে তাকেDistributive Pronoun বলে
যেমন : Each, Either, Neither ইত্যাদি

Indefinite Pronoun ( অনিদিষ্টবাচক সর্বনাম ) : যেPronoun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুুকে অিদিষ্টভাবে বুঝায় তাকে Indefinite Pronoun বলে  যেমন :Anyone, Somewhere, Anybody, Anyway ইত্যাদি

Reciprocal Pronoun ( পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম ) : যে Noun বা Pronoun দ্বারা পারস্পরিক কাজ সম্পন্ন হওয়া বুঝায় তাকে ReciprocalPronoun বলে
যেমন : Asma and Alima help each other.এখানে each other Asma Alima এর কাজে পারস্পরিক সম্পর্ক বুঝিয়েছে , তাই each other হলReciprocal Pronoun.

ADVERB & CONJUNCTION

              ADVERB & CONJUNCTION Adverb কাকে বলে ? Adverb কত প্রকার ও কি কি ? Adverb ( ক্রিয়া বিশেষন ) :   যে ...